নিজস্ব প্রতিবেদক :
বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রাজধানীর রমনা থানায় মামলায় হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’কে।
রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে এই তথ্য জানা যায়।
এর আগে এদিন সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, সকাল ৯ টার আগে থেকে মহাসচিবের গুলশানের বাসার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। পরে সকাল সাড়ে ৯ টার দিকে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।
পরে, শনিবারের মহাসমাবেশে শর্ত ভঙ্গ, পুলিশ হত্যা, নাশকতা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপি মহাসচিবকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেয়া হয়।
টি নি/অ