নিজস্ব প্রতিবেদক :
জায়েদ খান যেখানেই যান, সেখানেই মজার কাণ্ড ঘটিয়ে থাকেন। যা পরে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
এই যেমন ২৭ অক্টোবর রাজধানীর গুলশান ক্লাবে গিয়েছিলেন ‘মিস্টার অ্যান্ড মিসেস গ্ল্যামার’ প্রতিযোগিতার তৃতীয় সিজনের চূড়ান্ত পর্বের বিচারকের দায়িত্ব পালন করতে গিয়েছিলেন।
বিচারকার্য পরিচালনার পাশাপাশি অন্যদের অনুপ্রাণিত করতে দৌড়ে গিয়ে দু-হাতে ভর করে দিয়েছেন ডিগবাজি। সঙ্গে দিয়েছেন নাচ।
নায়কের এমন ‘কাণ্ড’ ভাইরাল হতে সময় লাগেনি। যদিও বরাবরের মতো এবারও ইতিবাচক জায়েদ। তার কথায়, “আমি তো স্পোর্টসম্যান।
এ ছাড়া জিমও করি। সেই হিসেবেই মনে হলো র্যাম্পে একটা ডিগবাজি দিয়ে দিই। প্রায় ছয় মাস পর এমন একটা ডিগবাজি দিলাম। ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজছিল সেটা আমারই ‘অন্তর জ্বালা’ সিনেমার একটি গান।
তিনি জানান, ব্যস্ততার মাঝেই নিয়মিত জিমে যাওয়ার চেষ্টা করেন। শরীরটা ঝরঝরে রাখার চেষ্টা করেন। আর তারই ফল দেখা গেল এ দিনের অনুষ্ঠানে।
টি নি/অ