রিজভীর বিরুদ্ধে হিরো আলমের মামলা, প্রতিবেদন ৬ ডিসেম্বর

আইন আদালত

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে আশরাফুল আলম ওরফে হিরো আলমের করা ৫০ কোটি টাকা মানহানির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী (৬ ডিসেম্বর) ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল।

কিন্ত এ দিন মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি।

এ জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত প্রতিবেদন দাখিলের জন্য এ তারিখ ঠিক করেন।

গত ৭ আগস্ট হিরো আলম মামলাটি করেন। আদালত ডিবি পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

গত ১৮ জুলাই রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে বিএনপির পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হিরো আলমকে ‘অর্ধপাগল’ হিসেবে অভিহিত করেন।

এ সময় রিজভী সরকারের সমালোচনা করতে গিয়ে বলে ছিলেন, ঢাকা-১৭ আসনে হিরো আলমের মতো একটা অর্ধপাগল নির্বাচন করছে।

তার সঙ্গেও সরকার সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। এমন মন্তব্যে মানহানি হয়েছে মর্মে আদালতে মামলা করেন হিরো আলম।

টি নি/অ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *