স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলে শিক্ষক সুবীর চন্দ্র রায় এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর বাজারের সামনে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
সুবীর চন্দ্র রায় আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, গত কয়েকদিন আগে দুর্গা পুজা উদযাপন উপলক্ষে সুবীর চন্দ্র রায়ের ও তার ভাই সুজনের কাছে ২ লাখ টাকা চাঁদা চায় স্থানীয় গোসাইর জোয়াইর গ্রামের নুরুল ইসলামের ছেলে আক্কাস আলী।
যদি চাঁদার টাকা না দেয়া হয় তাহলে তাদের উপর হামলা করা হবে বলেও হুমকি দেয় তারা।
গতকাল (২৫ অক্টোবর) হঠাৎ করে আক্কাস আলী, আসরাফ, রিফাত হালদারসহ বেশ কয়েকজন দল বেঁধে ওয়ালটন খামার বাড়ির সামনে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা করে।
মানববন্ধনে বক্তারা এই নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. শামীম আল মামুন জুয়েল, সাধারন সম্পাদক মীর মনিরুজ্জামান, আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ঘারিন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, ইউপি সদস্য সাদ্দাম হোসেন, অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ইলিয়াস আহম্মেদসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারন।
শিক্ষক নেতৃবৃন্দ বলেন আগামী ৩ দিনের মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে আমরা শিক্ষক সমাজ বৃহত্তর আন্দোলন কর্মসুচী ঘোষনা করবো।
টি নি/অ