স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলে বাজার মনিটরিং এর অংশীজনের অংশগ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলে নিজ কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় টাঙ্গাইল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক সিকদার শাহীনুর আলমের সভাপতিত্বে আলোচনা করেন টাঙ্গাইল চেম্বার অব কমার্স এর পরিচালক সালাউদ্দিন হায়দার, ডেপুটি সিভিল সার্জন আজিজুর হক,টাঙ্গাইল কৃষি বিপণন অধিদপ্তরের কৃষি কর্মকতা ফারজানা খান,কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মুন্জু রানী প্রমানিক, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশে টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল ও মূনাল কান্তিসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বলেন, সাধারণ ক্রেতারা যখন বাজারের বিষয় নিয়ে অভিযোগ সম্পর্ক ভোক্তা অধিকারে জানান তখন তাদের বিষয়টি গুরুতসহকারে বাজার মনিটরিং করা হচ্ছে।
এ ছাড়াও বাজারে মুল্য তালিকা ও মিষ্টির কার্টুন নিয়ে আলোচনা করা হয়।
টি নি/অ