টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্তে মাকসুদা (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মাকসুদা জেলার নাগরপুর উপজেলার বাড়িয়া গ্রামের বাসিন্দা। এ নিয়ে চলতি মৌসুমে টাঙ্গাইলে ১৩ জন ডেঙ্গুজ্বরে মৃত্যুবরণ করেছে।
টাঙ্গাইল সিভিল সার্জন ডা. মোহাম্মদ মিনহাজ উদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন রোগী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ১৯২ জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন ডেঙ্গু রোগী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ১৭ জন ডেঙ্গু রোগী। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ১৩ জন ডেঙ্গু রোগী মারা গেছেন।
তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৭ জন, নাগরপুরে ৩ জন, মির্জাপুরে ১২ জন, মধুপুরে ৪ জন ও ধনবাড়ী উপজেলায় ৬ জন রয়েছেন।