শনিবার (১৪ অক্টোবর) থেকে প্রেমিক আবুল হোসেনের বাড়িতে অবস্থান করছেন তিনি। এ ঘটনার পর থেকে অভিযুক্ত আবুল হোসেন পলাতক। আবুল হোসেন (২৭) কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার হিজুলী গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি অবিবাহিত এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
ভুক্তভোগী নারীর অভিযোগ, প্রায় সাত বছর ধরে আবুল হোসেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভনে আবুল হোসেন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এখন বিয়ের কথা বললে টালবাহানা করছেন। কোনো উপায় না পেয়ে তিনি আবুল হোসেনের বাড়িতে অবস্থান নিয়েছেন।
স্থানীয় কাউন্সিলর মুক্তার আলী জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা অব্যাহত রয়েছে। পলাতক থাকায় অভিযুক্ত আবুল হোসেনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। যোগাযোগের চেষ্টা করেও পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।