স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলে সামাজিক সুরক্ষা কর্মসুচির বরাদ্দ ও আওতা বৃদ্ধি এবং খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মুল্য কমানোর দাবিতে টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করেন টাঙ্গাইল জেলা খাদ্য অধিকার বাংলাদেশ এবং কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ এর নেতাকর্মীরা।
এ সময় খাদ্য পুষ্টির নিরাপত্তা,সামাজিক নিরাপত্তা,নিরাপদ খাদ্য, কৃষি,ভুমি এবং পানিসহ বিভিন্ন বিষয় নিয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, খাদ্য অধিকার টাঙ্গাইল জেলা শাখার সম্পাদক ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মন্জু রানী প্রমানিক কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল জাকির মোস্তফা, নুর মোহাম্মদ রিপন ও সিরাজ আল মাসুদসহ আরো অনেকেই।
টি নি/অ