কালিহাতীতে কলকাতার সাথে ড্র করল টাঙ্গাইল সোনালী অতীত
মোজাম্মেল হক/ সোহেল রানা, কালিহাতী ॥
কলকাতা থেকে আগত অল ইন্ডিয়া ব্যাটারেন্স ফুটবল টিমের সাথে (২-২) গোলে ড্র করেছে টাঙ্গাইল সোনালী অতীত। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কালিহাতী আরএস (রামচন্দ্র) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কালিহাতী উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আব্বাস সরকার, সদস্য ঝোটন ঘোষ, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান সিদ্দিকী স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
প্রীতি ফুটবল ম্যাচ হলেও ওপার বাংলার টিম কলকাতা অল ইন্ডিয়া ব্যাটারেন্স ফুটবল দলে ভারতের জাতীয় ফুটবল দলের তিনজন সাবেক ফুটবলার ছিলেন। সাবেক জাতীয় ফুটবলার সোমনাথ দাস, প্রবীর দে ও সমরেশ কুন্ডুর সাথে কলকাতা ফুটবল দলে ইষ্টবেঙ্গল, মোহনবাগান ক্লাবের ভালো মানের ফুটবলার ছিলেন। অপরদিকে বাংলাদেশ জাতীয় দলের শহিদুল আলম রঞ্জন ও সাইফুল ইসলাম সাইফের সাথে টাঙ্গাইল সোনালী অতীত ফুটবল দলেও সাবেক তারকা উপস্থিত ছিল। খেলার শুরু থেকে আক্রমন পাল্টা আক্রমনে ম্যাচ জমে উঠে। মাঠের চারপাশে কয়েক হাজার খানেক দর্শক বেষ্টিত ম্যাচের ১৩ মিনিটে সংঘবদ্ধ আক্রমন থেকে ভারতের কলকাতার দলের সুব্রত দে গোল করে (১-০) দলকে এগিয়ে নেয়। খেলায় পিছিয়ে পড়ে টাঙ্গাইল সোনালী অতীত ফুটবল দল খেলায় গোল করে ফিরে আসার চেষ্টা করতে থাকে। খেলার ২৩ মিনিটের সময় আলীমের পাসে আরিফ আকন্দ গোল করে (১-১) টাঙ্গাইল সোনালী অতীতকে খেলায় সমতা আনে।
দ্বিতীয়ার্ধে দু’দলই খেলায় এগিয়ে যাওয়ার চেষ্টা আক্রমন করে খেলতে থাকে। খেলার ৪৭ মিনিটের সময় পাল্টা আক্রমন থেকে কলকাতার চন্ডী চরন দাস গোল করে (২-১) দলকে আবারো এগিয়ে নেয়। এর ৭ মিনিট পর টাঙ্গাইল সোনালী অতীত দলের রহিজ চমৎকারভাবে উইং ধরে টান দিয়ে কলকাতার ডিবক্সের ঢুকে গোলপোষ্টে শট নিলে কলকাতার গোলরক্ষক বিকাশ বনিক প্রথম প্রচেষ্টায় বল গ্রিপ করতে চাইলে বল ছুটে যায়। ফাঁকায় দাঁড়ানো কালিহাতীর স্থানীয় ফুটবলার রহিজ বল পেয়ে ফাঁকা পোষ্টে বল ঠেলে দেন (২-২)। এরপর দু’দল আক্রমন করে খেলেও গোল করতে না পারলে খেলা ড্র হয়।
দুই দলে যারা খেলেছেন তারা হলেন- কলকাতা অল ইন্ডিয়া ফুটবল দল- বিকাশ বনিক, সমরেশ কুন্ডু, প্রদীপ পাল, বিষ্ণু দাস, সোমনাথ দাস, পার্থ রায় (অধিনায়ক), সুব্রত দে (বুদ্বদেব সরকার), চন্ডী চরন দাস, নরোত্তম চক্রবতী (অমৃত দাসর্), প্রবীর দে ও স্বপন ভট্রাচার্য।
টাঙ্গাইল সোনালী অতীত- নুরে আলম, শফি, মাছুদ, বিল্টু, শিমুল (রহিজ), রনি, সোহেল, ডালিম (রমজান), সাইফুল (সংগ্রাম), রঞ্জন (অধিনায়ক) আরিফ ও চপল (আলীম)।
রেফারী- আব্দুল হাকিম, সহকারী- মোমিন ও আবুল কালাম।
প্রীতি ফুটবল ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।