প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

0 49

স্টাফ রিপোর্টার ।।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বীরমুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার (২৫ মে) সকালে মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।




মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, সখীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীরবিক্রম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জাহাঙ্গীর তালুকদার প্রমুখ। এ সময় বিভিন্ন উপজেলা থেকে আগত বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।



Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ