নাগরপুরে রাস্তা ও সেতুর নির্মান কাজের উদ্বোধন
নাগরপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় একটি সেতু এবং একটি রাস্তার নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। গুরুত্বপুর্ণ গ্রামীন অবকাঠামোর উন্নয়ন প্রকল্প-৩ আইআরডিপি-৩ প্রকল্পের আওতায় শুক্রবার (১৯ মে) সকালে ভারড়া ইউনিয়নের সুবর্র্ণতলী খালের উপর একটি সেতু এবং স্বল্প আকুটিয়া থেকে রংছিয়া বাজার পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এসময় উপজেলা এলজিইডি প্রকৌশলী মাহবুবুর রহমানসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা ও এলাকার গর্ণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।