স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাব্বির (২৪) নামে এক যুবকে কুপিয়ে আহত করেছে স্থানীয় কিছু নেশাগ্রস্থ যুবক।
জানা যায় শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় দিকে টাঙ্গাইল পৌর শহরের বেড়াডোমা এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে সাব্বির (২৪) বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ করে দিঘুলীয়া ব্যাপারীপাড়া এলাকার নেশাগ্রস্থ যুবক অনিক, কবির, সুজাত, সাগর, আবির, ইসতিয়াক, সিয়াম, হাসান, শাওন রাস্তায় মাতলামী করতে করতে হাটছিলো। এ সময় সাব্বির তাদের প্রতিবাদ করলে তাকে দেখে নেওয়ার হুমকি দেয়।
পরে রাত নয়টার দিকে সাব্বির বাড়ি থেকে বের হলে তাকে রামদা, চাপাতি, চাইনিস কুড়াল দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় নেশাগ্রস্থ ওই যুবকেরা।
পরবর্তীতে সাব্বির কে উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, দিঘুলীয়া ব্যাপারীপাড়ার যুবকরা সব সময় উশৃঙ্খল ভাবে চলাফেরা করে। তারা প্রায় সময় বেড়াডোমার মানুষের সাথে উগ্র আচরণ করে। তাদের উগ্র আচরণের প্রতিবাদ করলেই প্রায় সময় ব্যাপারীপাড়া এলাকাবাসী এক সাথে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। তাদের অত্যাচারে অতৃষ্ট এলাকাবাসী। তাদের উগ্রতা দমন না করলে এলাকায় থাকা কষ্টদায়ক হবে। তাদের উগ্রতা দমনে প্রশাসনের সহযোগীতা কামনা করেন এলাকাবাসী।
Comments are closed.