টাঙ্গাইল পৌর শহরে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল পৌর এলাকায় দিনেদুপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করছে সন্ত্রাসীরা। শনিবার (৮ এপ্রিল) সকালে পৌরসভার ৩ নং ওয়ার্ডের পশ্চিম আকুরটাকুর পাড়া খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী একই এলাকার লিয়াকত হোসেনের ছেলে মনিরুজ্জামান সানি (৩২)। পরে একই দিনে বিকালে সানির বাবা বাদি হয়ে থানায় চার জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। মনিরুজ্জামান সানির বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী পৌরসভার ৩ নং ওয়ার্ডের পশ্চিম আকুরটাকুর পাড়া খালপাড় এলাকার মৃত মাইদুল ইসলামের ছেলে নিবিড় (১৭), মৃত মাইদুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (৩৫), কাব্ব্য (১৮), মৃত মুনসের ব্যপারীর মেয়ে নার্গিছ (৪০)। শনিবার (৮ এপ্রিল) সকাল ১০ টায় পশ্চিম আকুরটাকুর পাড়া খালপাড় এলাকায় শাহীনের সেলুনের দোকানের সামনে মনিরুজ্জামান সানিকে (৩২) একা পেয়ে নাজমা বেগম ও নার্গিসের হুকুমে বিবাদী নিবিড় ও কাব্ব্য রাম দা, চাপাতি, চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দ্যেশে এলাপাথারী কোপায়। এতে মনিরুজ্জামান সানির পেটের বাম পাশে, বাম হাতের আঙ্গুলে, বাম হাতের কুনুইতে এবং পিঠে কুপিয়ে রক্তাত্ত জখম করে। এ সময় মনিরুজ্জামান সানির সাথে থাকা ৩ লাখ ৭০ হাজার টাকা, ২০ হাজার টাকা মূল্যে একটি অপ্পু মোবাইল, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য কাগজপাতি ছিনিয়ে নেয়। এ সময় মনিরুজ্জামান সানির ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা মামলা করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
মামলার বাদী ও আহত মনিরুজ্জামান সানির বাবা লিয়াকত হোসেন জানান, আমার ছেলেকে যারা কুপিয়েছে এবং টাকা নিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এলাকার চিহিৃত মাদক সেবী ও মাদক কারবারীরা এর সাথে জরিত। আমি তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মুরাদুজ্জামান জানান, আমি অভিযোগটি হাতে পেয়েছি। আজ আহতকে দেখতে হাসপাতালে যাবো এবং ঘটনাস্থলেও যাবো। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।