টাঙ্গাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। জেলার মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন ওমর ফারুক ওরফে সোহেল (৩২)। সে দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে।
র্যাব-১৪, সিপিসি-০৩, টাঙ্গাইলের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, পিপিএম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, টাঙ্গাইল সদর থানার একটি মাদক মামলায় চলতি বছরের ৩১ মে আদালত উক্ত আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সহ ৩০ হাজার টাকা র্অথদন্ডে দন্ডিত করেন। এ মামলায় সে পলাতক ছিল। পরে শুক্রবার (১৮ আগস্ট) বিকালে মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নিমিত্তে দেলদুয়ার থানায় হস্তান্তর করা হয়েছে।