ঘাটাইলে আল হেরা স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইলে শিশুবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান আল হেরা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অন্ুিষ্ঠত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী ঘাটাইল সরকারী জিবিজি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী জিবিজি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মতিয়ার রহমান মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ও সাহিত্যক জুলফিকার হায়দার। এ সময় উপস্থিত ছিলেন আল হেরা স্কুলে পরিচালক আরিফুল ইসলাম, কামরুজ্জামান, খালেদা খাতুন, রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক হাফিজুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাব ও গণ্যমাণ্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।