কালিহাতীতে নারী নির্যাতন-বাল্যবিবাহ প্রতিরোধ ও প্রতিকারে কর্মশালা
কালিহাতী প্রতিনিধি ॥
নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং প্রতিকারে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কালিহাতী ব্র্যাকের আয়োজনে ও জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার সিটি প্রোগ্রাম এর সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা ও মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম, কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ্জাহান রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকেয়া খাতুন প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী চাঁন মাহমুদ পাকির আলী, নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসমত আলী নেতা, বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোহরাব আলী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ব্র্যাক প্রতিনিধি মুনির হোসাঈন খান, উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, ব্র্যাক প্রতিনিধি মাহফুজা জেসমিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ব্র্যাক ম্যানেজার হাফিজুর রহমান।