কালিহাতীতে আইনশৃংখলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

293

কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতীতে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে আইনশৃঙ্খলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে কালিহাতী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নীপার সভাপতিত্বে আইনশৃংখলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান, কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর জব্বার, এলেঙ্গা পৌরসভার মেয়র নুর এ আলম সিদ্দিকী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ কুমার দত্ত মানু, সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভিন্ন মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিত এবং গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ নভেম্বর) কালিহাতী পৌর এলাকার সিলিমপুর উত্তর সেনবাড়ি সার্বজনীন কালী মন্দির ও বুধবার (১৩ নভেম্বর) বাংড়া নাথ বাড়ি মদন মোহন নাথের ঠাকুরদার কালী মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনায় এ আইনশৃংখলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।