কমছেই না টাঙ্গাইলের ডেঙ্গুর ভয়াবহতা।। নতুন আক্রান্ত ৪৮ জন
স্টাফ রিপোর্টার ।।
কমছেই না টাঙ্গাইল জেলার ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা। প্রতিদিনই জেলায় বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মো: মিনহাজ উদ্দিন মিয়া শুক্রবার (৪ আগষ্ট) সকালে জানিয়েছেন, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৪৮ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারী মাস হতে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ৬০৫ জন। সুস্থ হয়েছেন ৪৭৯ জন। মোট মৃত্যুবরণ করেছেন ১জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২২ জন, নাগরপুর উপজেলায় ৭ জন, মির্জাপুর উপজেলায় ৭ জন, মধুপুর উপজেলা ৪জন, গোপালপুর উপজেলায় ৪ জন এবং ধনবাড়ী উপজেলায় ৪ জন রয়েছেন।