৬নং ওয়ার্ডে মিরনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইল পৌর এলাকার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে রোববার (২৭ ডিসেম্বর) রাতে জামিলুর রহমান মিরনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ পাড়া পানির ট্যাংক মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
আওয়ামীলীগ নেত্রী নাহার আহমেদের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী জামিলুর রহমান মিরন,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ লেবু, বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এনায়েত করিম, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, জেলা তাঁতী লীগের আহবায়ক সোলায়মান হাসান প্রমুখ।
সভায় বক্তারা আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে জামিলুর রহমান মিরনকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় করতে সকলের প্রতি আহবান জানান।