২৫ মেয়র ২৬৫ কাউন্সিলর ৯৬ সংরক্ষিত মহিলা পদের প্রার্থীরা নির্বাচনী লড়াইয়ে
মাসুদ আব্দুল্লাহঃ
টাঙ্গাইলের ৮টি পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীদের মাঝে সোমবার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সকালে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে রির্টানিং অফিসারের কার্যালয়ে আসেন প্রতীকের জন্য। রির্টানিং অফিসার দলীয় মেয়র প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন। এছাড়া স্বতন্ত্র মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের লটারীর মাধ্যমে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রার্থীরা নিজনিজ প্রতীক বুঝে পেয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারনায় নেমে পড়েছেন।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, জেলার ৮টি পৌরসভায় মেয়র পদে ২৫ জন, কাউন্সিলর পদে ২৬৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। চূড়ান্ত প্রার্থী হলেন- টাঙ্গাইল পৌরসভায় মেয়র পদে জামিলুর রহমান মিরন (আওয়ামী লীগ), মাহমুদুল হক সানু (বিএনপি), আবদুল কাদের (ইসলামী আন্দোলন বাংলাদেশ), হাসনাত আল আমিন (খেলাফত মজলিশ)। চূড়ান্ত সাধারণ কাউন্সিলর প্রার্থী ৭৪ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৩৩ জন। ধনবাড়ি পৌরসভায় মেয়র প্রার্থী খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন (আওয়ামী লীগ), এএমএ ছোবহান (বিএনপি), অধ্যক্ষ ফেরদৌস আহমেদ পিন্টু (জাপা-এ) ও জহিরুল হক হেলাল বকল (আওয়ামী লীগ-বিদ্রোহী)। চূড়ান্ত সাধারণ কাউন্সিলর প্রার্থী ৩০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১০ জন। গোপালপুর পৌরসভায় চূড়ান্ত মেয়র প্রার্থী রকিবুল হক ছানা (আওয়ামী লীগ), খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল (বিএনপি), আব্বাস আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), বেলায়েত হোসেন (আওয়ামী লীগ-বিদ্রোহী)। চূড়ান্ত সাধারণ কাউন্সিলর প্রার্থী ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১২ জন।
ভুঞাপুর পৌরসভায় চূড়ান্ত মেয়র প্রার্থী হলেন মাসুদুল হক মাসুদ (আওয়ামী লীগ), আজহারুল ইসলাম (আওয়ামী লীগ-বিদ্রোহী), আবদুল খালেক ম-ল (বিএনপি)। চূড়ান্ত সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৯ জন। কালিহাতী পৌরসভায় চূড়ান্ত মেয়র প্রার্থী আনছার আলী বিকম (আওয়ামী লীগ), হুমায়ুন খালিদ (আওয়ামী লীগ-বিদ্রোহী), আলী আকবর জব্বার (বিএনপি), শহীদুল ইসলাম (স্বতন্ত্র)। চূড়ান্ত সাধারণ কাউন্সিলর প্রার্থী ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১৩ জন। মির্জাপুর পৌরসভায় মেয়র প্রার্থী সাহাদৎ হোসেন সুমন (আওয়ামী লীগ), হযরত আলী (বিএনপি)। চূড়ান্ত সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৯জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৯ জন। সখীপুর পৌরসভায় মেয়র প্রার্থী আবু হানিফ আজাদ (আওয়ামী লীগ), নাছির উদ্দিন (বিএনপি), ছানোয়ার হোসেন সজীব (বিএনপি-বিদ্রোহী), আয়নাল হক সিকদার (জাতীয় পার্টি-এরশাদ)। চূড়ান্ত সাধারণ কাউন্সিলর প্রার্থী ৩১জন ও মহিলা কাউন্সিলর প্রার্থী ১০জন।