২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে বিক্ষোভ র‌্যালী

80

মাভাবিপ্রবি প্রতিনিধি ॥
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ে ২১ আগস্ট নৃশংস ও বর্বোরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও বিক্ষোভ র‌্যালী হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিকাল ৩টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেনের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ র‌্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।




এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।