১৬নং ওয়ার্ড বিএনপির সম্মেলন রবিবার বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি জেলা বিএনপির সহ সভাপতি ছাইদুল হক ছাদু । সম্মেলন উদ্বোধন করেন শহর বিএনপির আহববায়ক সাদেকুল আলম খোকা । জেলা বিএনপির সহ সভপতি এডভোকেট আরফান আলী মোল্লার সভাপতিত্ব সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সমপাদক হাসিনুজজামিল শাহীন ,আতাউর রহমান জিন্নাহ ,দেওয়ান শফিকুল ইসলাম ,আবুল কাশেম ,মাহমুদুল হক ছানু ,কাজী শফিকুল ইসলাম লিটন ,জেলা বিএনপির সাংগঠনিক সমপাদক এডভোকেট ফরহাদ ইকবাল ,জেলা সেচছা সেবক দলের সভাপতি জিয়াউল হক শাহীন ,জেলা ছাএ দলের সভাপতি খঃ রাশেদুল আলম রাশেদ জেলা তাঁতী দলের সভাপতি শাহ আলম ,শফিকুর রহমান শফিক জেলা শ্রমিক দলের সাধারণ সমপাদক মনিরুল হক ভিপি মনির ,হাবিবুর রহমান হাবিব ,নুরুল ইসলাম সহ অনেকে ।