১০ম গ্রেড স্কেল বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা কৃষিবিদদের আন্দোলন শুরু
স্টাফ রিপোর্টারঃ
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিপ্লোমা কৃষিবিদদের প্রাণের দাবি ১০ম গ্রেড বেতন স্কেল অবিলম্বে বাস্তবায়নের দাবিতে আন্দোলন শুরু করেছে ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ।
টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমীন ও মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস আক্তারের নেতৃত্বে বুধবার সকালে খামারবাড়ি জেলা কার্যালয়ে দাবি সম্বলিত ব্যানার লাগানো হয়।
এদিকে সদর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে ব্যানার লাগানো হয়। এ সময় জেলা শাখার দপ্তর সম্পাদক এম এম মোবারক আলী, উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি খলিলুর রহমান, সহ-সভাপতি রফিকুল ইসলাম মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আবদুল মান্নান, দপ্তর সম্পাদক আব্দুল জলিল মোল্লা, সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক আমেনা খাতুনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।