১০নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে মালেক সভাপতি ও ফিরোজ সম্পাদক

0 299

12088309_1502637490036423_4683656651146289415_nস্টাফ রিপোর্টার

টাঙ্গাইল পৌর এলাকার ১০নং ওয়ার্ড বিএনপির সম্মেলন শনিবার বিকেলে কাজীপুর পোষ্ট অফিস মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির’র সহ-সভাপতি আলী ইমাম তপন। সম্মেলনের উদ্বোধন করেন শহর বিএনপি’র আহবায়ক সাদেকুল আলম খোকা। বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আতাউর রহমান জিন্নাহ,ফরহাদ ইকবাল প্রমুখ।

২য় পর্বে মালেক দেওয়ান সভাপতি ও ফিরোজ সরকার সম্পাদক নির্বাচিত হয়।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ