স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে নতুন প্রজন্মকে সজাগ থাকতে হবে …সংস্কৃতি প্রতিমন্ত্রী

0 185

স্টাফ রিপোর্টার: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ এমপি বলেছেন, দেশের স্বাধীনতার বিরোধী শক্তি যাতে আর কখনও মাথাচারা দিয়ে না উঠতে পারে সে জন্য নতুন প্রজন্মকে সজাগ থাকতে হবে।

টাঙ্গাইলে পাকিস্থানী হানাদার মুক্ত দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে ছয় দিনব্যাপী বিজয় উৎসবের ৫ম দিন রোববার (১৫ ডিসেম্বর) সন্ধায় মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশের মুল স্তম্ভ হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। স্বাধীনতা বিরোধীরা ১৯৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নিতে এবং বাংলাদেশকে ধংস্ব করে দিতেই ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে।

টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, শহীদ বুদ্ধিজীবী ড, আলীম চৌধুরীর মেয়ে ডা: নুজহাত চৌধুরী সম্পা, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী। আলোচক ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান মাহমুদুর রহমান খান বিপ্লব, সাজ্জাদ খোশনবীশ।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ