স্বাধীনতা দিবস প্রীতি টি-২০ ক্রিকেট ম্যাচে টাঙ্গাইল প্রেসক্লাব জয়ী
স্পোর্টস রিপোর্টার ॥
বঙ্গের আলীগড় খ্যাত টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজে কোন অনুষ্ঠান আয়োজন মানেই বিশেষ আয়োজনে সুন্দর কিছু। সা’দত কলেজের সুন্দর মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজনই তার প্রমাণ করে করটিয়ায় অবস্থিত সরকারি সা’দত কলেজ সব ভালোর সেরা শিক্ষা প্রতিষ্ঠান। শনিবার (১১ মার্চ) সকালে সরকারি সা’দত কলেজ মাঠে টাঙ্গাইল প্রেসক্লাবের সাথে স্বাধীনতা দিবস প্রীতি টি-২০ ক্রিকেট ম্যাচ অংশগ্রহণ করে সা’দত কলেজের শিক্ষক পরিষদ।
খেলায় টস জয়ী সরকারি সা’দত কলেজ শিক্ষক পরিষদ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। সা’দত কলেজ শিক্ষক পরিষদ ১৯ ওভার ৩ বলে ১০ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক সাব্বির হাসান পল সর্বোচ্চ ২৯ ও আতিকুর ২০ রান করে। বিজয়ী টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষে অধিনায়ক ইফতেখারুল অনুপম ২৬ রানে ৪টি উইকেট দখল করে। এছাড়া মাছুদ রানা, শোভন দাস ও আবু সাঈদ প্রত্যেকে ২টি করে উইকেট দখল করে।
জবাবে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্বোধনী ব্যাটার ইফতেখারুল অনুপম ও মোজাম্মেল হক ৬৯ রানের জুটি করলে খেলা জয়ের পথে অনেকটা এগিয়ে যায়। ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১০২ রান করে ৯ উইকেটে জয়লাভ নিশ্চিত করে। দলের পক্ষে ইফতেখারুল অনুপম সর্বোচ্চ অপরাজিত ৪২ ও মোজাম্মেল হক ৩১, শামীম ১২ রান করে। বিজিত দলের আতিক একমাত্র উইকেট দখল করে। খেলায় ৪ উইকেট ও অপরাজিত ৪২ রান করে টাঙ্গাইল প্রেসক্লাবের ইফতেখারুল অনুপম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ উদ্বোধক হিসেবে খেলার উদ্বোধন করেন। খেলা শেষে টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন। সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ সুব্রত নন্দীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সা’দত কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
দু’দলে যারা খেলেছেন- করটিয়া সরকারি সা’দত কলেজ একাদশ- সাব্বির হাসান পল (অধিনায়ক), শফিকুল ইসলাম তপন, শাহ আলম, সাইফুল, আতিক, শহীদুজ্জামান, সুবীর পাল, শিপন, বিল্লাহ, ফরিদ ও জামিল।
টাঙ্গাইল প্রেসক্লাব- ইফতেখারুল অনুপম (অধিনায়ক), শামীম আল মামুন, মালেক আদনান, মোজাম্মেল হক, পারভেজ হাসান, মাসুদ আব্দুল্লাহ, আবু সাঈদ, এম কবির, মাছুদ রানা, শোভন দাস ও রাশেদ খান।
খেলায় আম্পায়ার ছিলেন- উত্তম গৌড় ও নির্মল দত্ত এবং স্কোরার- সাজিদুজ্জামান তমাল।