স্বাধীনতার ৫২তম বার্ষিকীতে ঘাটাইলে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা

0 63

ঘাটাইল প্রতিনিধি ॥
বাংলাদেশের স্বাধীনতার ৫২তম বার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালান নির্মূল কমিটি আনেহলা ইউনিয়ন শাখার উদ্যোগে রবিবার (১৯ মার্চ) বিকেল আলোচনা সভা, স্কুল শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।




ঘাটাইলের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শহীদ সালাম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম আব্দুস সালাম।




এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটি আইটি সেলের সভাপতি শহীদ সন্তান আসিফ মুনির তন্ময়, ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, অধ্যাপিকা জীবুন নিছা, সহকারী অধ্যাপক ওয়াহিদ শরীফ সিদ্দিকী, ইব্রাহিম খাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আশরাফ আলী তালুকদার ও অন্যান্য নেতৃবৃন্দ।




অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আনেহলা ইউনিয়ন শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ