সৌদি আরবের সাথে মিল রেখে দেলদুয়ারের একটি গ্রামে ঈদ উদযাপন
স্টাফ রিপোর্টার: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশ গুলোর সাথে মিল রেখে শনিবার (৯ জুলাই) টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের শশীনাড়া গ্রামে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা।
সকাল ৮ টায় স্থানীয় মসজিদ প্রাঙ্গনে ঈদের জামাতে অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।ঈদের জামাত পড়ান ফজলুর রহমান। পরে নামাজ শেষে পশু কোরবানি করা হয়।
জানা যায় ২০১২ সাল থেকে এ গ্রামের মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে একই দিনে রোজা,ঈদ ও কোরবানি করে থাকে।