সুপ্র’র ডিজিটাল বিষয়ক অবহিতকরণ সভা
স্টাফ রিপোর্টারঃ
জেলা পর্যায়ের ক্যম্পেইনারদের জন্য ডিজিটাল বিষয়ক অবহিতকরণ সভা বুধবার সকালে সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) ও স্মরণী মানবিক উন্নয়ন সংস্থা যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
সুপ্র জেলা শাখার সভাপতি খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে শুরুতে মুল বিষয় উপস্থাপন করেন সম্পাদক ও স্মরণীর নির্বাহী পরিচালক মঞ্জু রানী প্রমাণিক। আলোচনায় অংশ নেন সহ ক্যাবের সভাপতি আশরাফুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ইউসুব আলী, জেলা ব্র্যাক প্রতিনিধি মুনীর হুসাইন খান, বেলা’র সিনিয়র গবেষণা কর্মকর্তা সোমনাথ লাহিড়ী, সিডব্লিউএফডি’র প্রকল্প কর্মকর্তা নিলুফার খান, সংযোগ এর নির্বাহী পরিচালক আইরিন পারভীন আলেয়া, উবিনীগের কো-অর্ডিনেটর রবিউল ইসলাম চুন্নু প্রমুখ।