সিনেমাপ্রেমী দর্শকের জন্য টাঙ্গাইলের সন্তোষে তৈরী হচ্ছে সিনেপ্লেক্স
মোজাম্মেল হক ॥
বাংলাদেশ তথা টাঙ্গাইলের ঐতিহাসিক স্থান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের সম্মুখে তৈরী হচ্ছে ১০ কোটি টাকা ব্যয়ে সিনেপ্লেক্স। বাংলাদেশ সরকারের অর্থ সহায়তায় সিনেপ্লেক্স তৈরীর দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইলের সাংস্কৃতিক কর্মী নায়ক রাজ্য ইন্টারটেইনমেন্টের কর্ণধার প্রযোজক নুর মোহাম্মদ রাজ্য। বর্তমানে ঈদের দিন থেকে টাঙ্গাইল শহরের কেন্দ্রস্থলে করোনেশন ড্রামাট্রিক ক্লাব (সিডিসি) নাট্যমঞ্চে বড় পর্দায় চলছে ঈদের সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’।
জানা যায়, টাঙ্গাইলের সিনেমাপ্রেমী দর্শকদের সিনেমা হলে ফেরাতে, সিনেমা শিল্পকে বাঁচিয়ে রাখতে রাজ্য ইন্টারটেইনমেন্টের এই গুরু দায়িত্ব হাতে নিয়েছেন। দীর্ঘদিন টাঙ্গাইলের মানুষ বড় পর্দায় সিনেমা না দেখতে পেরে ভুলে গিয়েছিলেন বড় পর্দার সিনেমা দেখার মজা। এছাড়া টাঙ্গাইলের সিনেমাপ্রেমী দর্শকরা জানতেন টাঙ্গাইল শহরে আর বড় পর্দায় দেখার সিনেমা হল নেই। সর্বশেষ মালঞ্চ সিনেমা হলটি ২০২২ সালে ডিসেম্বর মাসে ভেঙে ফেলার পর টাঙ্গাইল শহরে সিনেমা হল ছিল না। যা সিনেমাপ্রেমী দর্শকদের জন্য চরম আঘাত। যারা সময় পেলেই বড় পর্দায় সিনেমা দেখার মজা উপভোগ করতেন, তারা শহরে একটা সিনেমা হল কিংবা সিনেপ্লেক্স থাকার চাহিদা সবসময় অনুভব করতেন। বেশীদিন অনুভব বা অপেক্ষা করতে হয়নি, মাত্র ৫ মাস পরই সিনেমা হল ফিরে পেলেন টাঙ্গাইলের দর্শকরা। আপাতত সিডিসি মঞ্চে, তারপরই সন্তোষের মতো ঐতিহাসিক স্থানে স্থায়ী সিনেমা দেখার সিনেপ্লেক্স নিমার্ণ হচ্ছে।
টাঙ্গাইলের সাংস্কৃতিক কর্মী নায়ক রাজ্য ইন্টারটেইনমেন্টের কর্ণধার প্রযোজক নুর মোহাম্মদ রাজ্য টিনিউজকে জানান, আমি গত (২৮ এপ্রিল) সাকিব খানের লিডার আমিই বাংলাদেশ কিংবা অনন্ত জলিলের কিলহিম সিনেমা মুক্তি দেয়ার ব্যবস্থা করছেন। তিনি আশা করছেন টাঙ্গাইলের রুচিশীল দর্শকরা দ্রুত বড় পর্দায় সিনেমা দেখার জন্য ফিরে আসবেন। সরকারের অর্থ সহায়তায় তার প্রস্তাবিত অত্যাধুনিক প্রযুক্তির ১৩ তলা ভবনে সিনেপ্লেক্স নির্মাণ করা হবে। এছাড়াও একই ভবনে থাকবে কেনাকাটার জন্য শপিং মল, হোটেল এবং বাসস্থান। তিনি আশাবাদী টাঙ্গাইলের সিনেমাপ্রেমী দর্শকদের এই আশা পূরণ করতে পারবেন। রাজ্য ইন্টারটেইনমেন্টের নুর মোহাম্মদ রাজ্যকে সিডিসিতে সিনেমা চালানোর জন্য সহযোগিতা করতে এগিয়ে এসেছেন টাঙ্গাইলে করোনেশন ড্রামাট্রিক ক্লাব কর্মকর্তাবৃন্দ এবং নুর মোহাম্মদ রাজ্যর শিক্ষনীয় গুরু আবু তালহা।