সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপে দেখতে চায় ক্রিকেট ভক্তরা

70

স্টাফ রিপোর্টার ॥
সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদকে এশিয়া কাপ ও বিশ্বকাপ একাদশে অর্ন্তভুক্ত করার দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর প্রেসক্লাবের সামনে উপজেলাবাসী ক্রিকেট ভক্তরা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।




মানববন্ধন বক্তারা বলেন, ক্রিকেটার রিয়াদকে বাদ দিয়ে যাদেরকে দলে অর্ন্তভুক্ত করা হয়েছে তারা রিয়াদের ধারের কাছেও নেই। বিশ্বকাপে রিয়াদের মত সাইলেন্ট কিলার ক্রিকেটার খুবই প্রয়োজন। এজন্য ক্রিকেট বোর্ড ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে অর্ন্তভুক্ত করার জন্য দাবি জানাই। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন- স্থানীয় ক্রিকেট প্রেমী আরিফুজ্জামান তপু, মিজানুর রহমান, রাশেদুল ইসলাম রনি, হৃদয় মিয়া, শাকিল তালুকদার ও রাকিবুল ইসলাম প্রমুখ।