সাইফুল ইসলামের দুইটি কবিতা

0 202

**বন্ধু মানে
-সাইফুল ইসলাম

বন্ধু মানে হাঁসি খুশি
বন্ধু মানে রাগ,
বন্ধু মানে দুঃখ সুখের
সমান সমান ভাগ।

বন্ধু মানে মেঘলা আকাশ
শিশির ভেজা ভোর,
বন্ধু মানে মনের ঘরে
ভালোবাসার ডোর।

বন্ধু মানে বেজায় খুশি
একটু অভিমান,
বন্ধু মানে মনের মাঝে
সদা অবস্থান।

বন্ধু মানে দুখের সাথী
ভারাক্রান্ত মন,
দুখের সাথী হয়ে সেযে
ভোলায় জ্বালাতন।

বন্ধু মানে সুখের সাথী
সুখ প্রেয়সী মন,
সুখে-দুখে পাশে থাকে
সেইতো প্রিয়জন।

প্রতিদান
-সাইফুল ইসলাম

আমাকে অবহেলাই করলে শুধু
দিলে না হৃদয়ের দাম,
তোমাকে ভালো বেসে আমি
পেলাম শুধুই বদনাম।

গহীন জলরাশির অতল-জলে
আমাকে একাকী ফেলে
তুমি সত্যি সত্যিই চলে গেলে
একেমন প্রতিদান মোরে দিলে!

মনটা যেন ব্যথার সমাহার,
চারিদিকে শুধুই হাহাকার।
জীনবটা এক নিঝুম বালুচর
এই বুঝি ভালোবাসার উপহার!

প্রস্তরের আঘাতে হৃদয়টা
ভেঙে হলো খান খান,
এইকি তোমার ভালো বাসা
এটাইকি প্রেমের প্রতিদান?

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ