সাংস্কৃতিক ব্যক্তিত্ব পাপিয়া সেলিমের মৃত্যুবার্ষিকী পালিত

0 145

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক প্রেসিডিয়াম মেম্বার, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনীতিক পাপিয়া সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী রোববার (৮ জুলাই) নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল স্মরণসভা, কাঙালিভোজ, মিলাদ ও দোয়া মাহফিল।
এ উপলক্ষে টাঙ্গাইল আব্বাস উদ্দিন সঙ্গীত বিদ্যালয় মিলনায়তনে জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের উদ্যোগে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পাপিয়া স্মৃতি সংসদের উদ্যোগে সদর উপজেলার কাগমারী শাহ জামান এতিমখানা ও মাদ্রাসা এবং পোড়াবাড়ী এতিম খানায় কোরআন খতম, কাঙালি ভোজ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া পাপিয়া স্মৃতি সংসদের উদ্যোগে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর মিশলা পাড়ায় মরহুমার কবর জিয়ারত ও একই আয়োজন করা হয়।
রোববার (৮ জুলাই) সন্ধ্যায় জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম উজ্জলের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন পাট মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ বেতারের সাবেক সংবাদ পাঠক খন্দকার মোখলেছুর রহমান (মনি খন্দকার)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের সাবেক স্থানীয় প্রতিনিধি এসএম শফিকুল আলম সিদ্দিকী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিল্পী ফিরোজ আহমেদ বাচ্চু, নিরাপদ সড়ক চাই সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক ঝান্ডা চাকলাদার, প্রয়াত পাপিয়া সেলিমের স্বামী সেলিম তরফদার প্রমুখ।
উল্লেখ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক প্রেসিডিয়াম মেম্বার, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চলচ্চিত্র ও নাট্যাভিনেত্রী এবং টাঙ্গাইল থেকে প্রকাশিত সাপ্তাহিক পাপিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক-প্রকাশক মাজহারুন নেছা পাপিয়া ওরফে পাপিয়া সেলিম দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বিগত ২০১৭ সালের (৮ জুলাই) ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ