দৈনিক সমকাল ও বাংলাদেশ বেতারের টাঙ্গাইল প্রতিনিধি আব্দুর রহিমের পিতা রাজ আলী মোল্লা (৬৮) হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে সোমবার সন্ধ্যা ৬টার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার রাত ৯টায় শহরের থানাপাড়া তাঁতা বোর্ড মসজিদে প্রথম এবং মঙ্গলবার সকাল ৯টার সময় নাগরপুর উপজেলার গয়হাটা নয়াপাড়া স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে নয়াপাড়া কবরস্থানে লাশ দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- আব্দুল বাতেন এমপি, ছানোয়ার হোসেন এমপি, জেলা প্রশাসক মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, টাঙ্গাইল প্রেসক্লাব, টাঙ্গাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি কামনাশীষ শেখর, সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম, বিটিভি প্রতিনিধি জে সাহা জয়, টি নিউজ বিডি ডট কম সাংবাদিকবৃন্দ, জেলা তাঁতী লীগের আহবায়ক সোলায়মান হাসান, সহকারী পুলিশ সুপার আসলাম খান, সদর থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান, নাগরপুর থানার ওসি রকিব খান, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুদরত আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার সুজায়েত হোসেন, মাহমুদনগর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, উপজেলা সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মুলতান উদ্দিন, নাগরপুর কলেজের সাবেক ভিপি তোফায়েল আহমেদ বাছেদ।