সল্লায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত
কালিহাতী সংবাদদাতা ॥
টাঙ্গাইলের কালিহাতীর সল্লায় বাস-মোটারসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। রোববার (১৭ জুন) দুপুর সোয়া ২টার দিকে কালিহাতী উপজেলার টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলো- কালিহাতী উপজেলার সহদেবপুর গ্রামের শামীম মিয়ার ছেলে অন্তর (১৮), একই গ্রামের জামাল মিয়া ছেলে শাকিল (১৮) ও দেলোয়ার হোসেনের ছেলে রাব্বি (১৭)। নিহতরা তিনজন বন্ধু বলে পুলিশ জানিয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক নুর-এ-আলম টিনিউজকে জানান, উত্তরঙ্গগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বেপোয়ারা গতিতে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হয়। তিন বন্ধু মিলে এক মোটরসাইকেলে করে ঈদের আনন্দ করতে তারা ঘুরতে বের হয়েছিল।
পুলিশ টিনিউজকে আরও জানায়, এ ঘটনায় বাসটিকে জব্দ করা হলেও বাসের চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতদের লাশ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে বলে তিনি জানান।