‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥
‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক কর্মশালা বৃহস্পতিবার (৩ আগস্ট) টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সন্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শুদ্ধ উচ্চারণ সঠিক বানান চর্চা খুব ভালো উদ্যোগ, প্রশংসনীয় উদ্যোগ। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা শুদ্ধভাবে মাতৃভাষা চর্চায় উদ্বুদ্ধ হবে। সঠিক ও শুদ্ধভাবে বলা ও লেখার মধ্য দিয়ে মানুষের ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় এদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান থেকে অনেক গুণি মানুষ তৈরি হয়েছে।
দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, তার পিতা প্রয়াত দেবেশ চন্দ্র ভট্টাচার্য এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই ১৯২৯ সালে ম্যাট্রিকুলেশন পাশ করে কলিকাতার প্রেসিডেন্সি ভর্তি হয়েছিলেন। সারা ভারতের শ্রেষ্ঠ কলেজ ছিল তখন প্রেসিডেন্সি কলেজ। তার পিতাকে সেই কলেজে ভর্তি হবার মতো যোগ্য করে গড়ে তুলেছিল এই বিন্দুবাসিনী স্কুল। এমন অনেক কৃতি মানুষ গড়ে উঠেছে এই বিন্দুবাসিনী স্কুল থেকে। তিনি বিদ্যালয়ের ছাত্রদের সফলতা কামনা করেন।
সামাজিক ও প্রকাশনা প্রতিষ্ঠান ‘ছায়ানীড়’ এই কর্মশালার আয়োজন করে। বিদ্যালয় মিলনায়তনে এর প্রধান শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ছায়ানীড়ের সভাপতি ইউসুফ খান, পেট্রোবাংলার পরিচালক সেলিমা শাহনাজ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ইকবাল মাহমুদ। মূখ্য আলোচক ছিলেন ছায়ানীড়ের পরিচালক অধ্যাপক লুৎফর রহমান। কর্মশালায় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ৩৯২ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ২০জনকে বিশেষ পুরস্কারসহ মোট ১২০ জনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রয়াত কবি যুগলপদ সাহাকে ছায়ানীড়ের পক্ষ থেকে মরনোত্তর সন্মাননা প্রদান করা হয়।