সরিষা থেকে মধু আহরণের জন্য মৌ-চাষীরা সাড়ে ৪০০ বক্স স্থাপন

231

2স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইল জেলার বিস্তীর্ণ এলাকায় এবারে সরিষার চাষ হয়েছে। সরিষা থেকে মধু আহরণের জন্য মৌ-চাষীরা বক্স স্থাপন শুরু করেছে। শুধুমাত্র টাঙ্গাইল সদর উপজেলার গালা ও মগড়া ইউনিয়নে ইতিমধ্যে সাড়ে চারশ’ মৌ বক্স স্থাপন করা হয়েছে। একটি বক্স থেকে প্রতিদিন মধু পাওয়া যাচ্ছে ২ কেজি করে। সে হিসেবে প্রতিদিন মধু আসছে প্রায় ৯০০ কেজি।
জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের ভায়েটা, বড়বাশালিয়া, মগড়া গ্রামে একশ’টি করে, হটিবাড়িতে ২২টি ও গালা ইউনিয়নের গালা গ্রামে ১১৫টি মৌ বক্স স্থাপন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক আবুল হাশিম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক আজহারুল ইসলাম সিদ্দিকী, টাঙ্গাইল সদরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবদুল জলিল মোল্লা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা রোববার মৌ-চাষীদের মধু সংগ্রহের কার্যক্রম পরিদর্শণ শেষে তাদের প্রয়োজনীয় পরামর্শ দেন।