সরকারি সা’দত কলেজে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

104

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের করটিয়ায় অবস্থিত সরকারি সা’দত কলেজে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।




মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শফিকুল ইসলাম ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুলতান আহম্মেদ, শিক্ষক পরিষদের সম্পাদক মোশারফ হোসেন।
আলোচনা সভায় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, ছাত্রনেত্রীবৃন্দ, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।