সরকারি সা’দত কলেজে কম্পিউটার ল্যাবের উদ্বোধন
কলেজ সংবাদদাতাঃ
টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজের কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। প্রায় কোটি টাকা ব্যয়ে সোমবার (৩ জুলাই) দুপুরে এই ল্যাবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, কম্পিউটার ও আইটিসি বিভাগের প্রধান প্রফেসর শায়লা ইয়াসমীনসহ অন্যরা।