সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন
স্টাফ রিপোর্টারঃ
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ (বাসাছাপ) টাঙ্গাইল জেলা শাখা। সোমবার (১৭ডিসেম্বর) সকাল ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনের রাস্তায় তারা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
এসময় বক্তব্য রাখেনÑ বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ (বাসাছাপ) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক বজলুর রহমান, এডভোকেট এম.এ মালেক মিয়া, মাইন উদ্দিন, ছাত্তার মিয়া, রেজাউল করিম, জাকির হোসেন প্রমুখ। এ ছাড়া জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।