সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

0 155

স্টাফ রিপোর্টারঃ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ টাঙ্গাইল জেলা শাখা। শনিবার (২৪মার্চ) সকাল ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন ও সমাবেশ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, আব্দুস সাত্তার মিয়া, জমির উদ্দিন, হ্যাপি আক্তার, মির্জা রনজু, শহিদ বেগ।
বক্তারা বলেন, সেশনজটসহ নানা জটিলতার কারণে নির্ধারিত সময়ে চাকরিতে আবেদন করা সম্ভব হয় না। সরকারি চাকরিজীবীদের অবসরের বয়স দুই বছর বৃদ্ধি করা হয়েছে। তাহলে চাকরিতে প্রবেশের বয়স কেন বৃদ্ধি করা হবে না। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
পরে তারা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ