সম্মেলনস্থলে পকেটমার
জেলা আওয়ামীলীগের সম্মেলনস্থল ও এর আশপাশে পকেটমার চক্রের একাধিক সক্রিয় সদস্য তাদের কাযর্ক্রম চালিয়ে যাচ্ছে। সম্মেলন মঞ্চে জেলা আ’লীগে সাংগঠনিক সম্পাদক সুভাষ সাহা মাইকে এ ঘোষনা দেন। তিনি বলেন আ’লীগের সম্মেলনে এসে অনেকের মানিব্যাগ ও মোবাইল পকেট থেকে হারিয়ে যাচ্ছে।
তিনি সবাইকে সতর্ক থাকার আহবান জানান।