সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখতে পারে কমিউনিটি পুলিশ- আবদুল বাতেন এমপি

0 161

নাগরপুর প্রতিনিধি ॥
সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখতে পারে কমিউনিটি পুলিশিং টাঙ্গাইলের নাগরপুরে থানা কমিউনিটি পুলিশিং প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন এমপি। তিনি আরো বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, এদেশ জনগণের দ্বারা পরিচালিত। ১৬ কোটি বাঙ্গালীর এই দেশে অল্প কয়েকজন পুলিশ দিয়ে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। তাই পুলিশকে সহযোগিতা করার জন্য জনগনকে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে রফিকুল ইসলামকে সভাপতি ও কোহিনুর মিয়াকে সাধারণ সম্পাদক করে থানা কমিউনিটি পুলিশিংয়ের কমিটি গঠন করা হয়।
নাগরপুর থানা পুলিশ ও থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে এ প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরিফুল হক, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আনিসুর রহমান, নাগরপুর থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম প্রমূখ। এ সময় থানা কমিউনিটি পুলিশিংয়ের সকল ইউনিটের সদস্য ও ইউপি চেয়ারম্যানসহ বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ