সন্তোষ ঘোষপাড়ায় অনুষ্ঠিত হচ্ছে শ্রীশ্রী মহানামযজ্ঞ

0 208

স্টাফ রিপোর্টারঃ জগতের সকল প্রানীর শান্তি ও মঙ্গল কামনায় টাঙ্গাইলের সন্তোষ ঘোষ পাড়া কালী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে শ্রীশ্রী মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্ত্তন। দেশের বিভিন্ন জেলার কীর্ত্তনীয়া দল কীর্ত্তন পরিবেশন করছেন। বিভিন্ন এলাকা হতে আসা সনাতন ধর্মাবল্বি নারী-পুরুষের উপস্থিতিতে প্রানবন্ত হয়ে উঠেছে এ উৎসব। আজ শুক্রবার (২মার্চ) অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্ত্তন। আগামীকাল শনিবার (৩মার্চ) অনুষ্ঠিত হবে শ্রীশ্রী রাধা-কৃষ্ণের নৌকা বিলাস।
আগামী সোমবার (৫মার্চ) মহাপ্রভুর ভোগ অন্তে মহা প্রসাদ বিতরন ও মহন্ত বিদায়ের মধ্যদিয়ে শেষ হবে এ উৎসব।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ