সদর, নাগরপুর ও সখীপুর ২১ দোকানদারকে জরিমানা ॥ ৭ দোকানে তালা

0 228

স্টাফ রিপোর্টার ॥
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার নির্ধারিত সময়ের পরেও টাঙ্গাইল সদর, নাগরপুর ও সখীপুরে মুদি দোকানসহ অন্যান্য দোকান খোলা রাখার অভিযোগে ২১ দোকানদারকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৭ দোকানে তালা ঝুলিয়ে দেয়া হয়। শনিবার (১৮ এপ্রিল) বিকালে সদর, নাগরপুর এবং সখীপুর উপজেলা এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এছাড়া টাঙ্গাইল সদর উপজেলায় শনিবার (১৮ এপ্রিল) রাতে টাঙ্গাইল সদর উপজেলার কলেজপাড়া, পার্কের বাজার, বেবিস্টান্ড, অলোয়াভবানি, সন্তোষ, দিঘলিয়া, সাকরাইল, পশ্চিম আকুর টাকুর পাড়া, এসপি লেক এলাকায় ১৪ দোকানদারকে ২৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।
সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, করোনা প্রতিরোধে বিকেল ৫টার পর ঔষুধের দোকান ব্যতীত সব ধরনের দোকান বন্ধের নির্দেশনা রয়েছে। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে অনেকেই দোকানপাট খোলা রাখে। পরে মুদি এবং চায়ের দোকানসহ মোট ১৪ দোকানদারকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি আদেশ অমান্য করে বিনা প্রয়োজনে রাস্তাঘাটে ও দোকানে আড্ডা দেয়া এবং বাইকে ঘুরে বেড়ানোর অপরাধে বেশ কিছু যুবককে বুক ডাউন দিয়ে ছেড়ে দেয়া হয়। এছাড়াও মিরের বেতকা এলাকায় এক মহিলা ঢাকার গুলশান থেকে এসেছে। সকালে গিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য বাড়িটি লকডাউন করা হয়। সন্ধ্যায় দিঘলিয়া এলাকায় গাজীপুর থেকে আগত এক ব্যক্তি বাহিরে ঘোরাফেরার জন্য তার বাড়ি লকডাউন ঘোষনা করা হয়।
অপরদিকে নাগরপুরে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার নির্ধারিত সময়ের পরেও মুদি দোকান ও অন্যান্য দোকান খোলা রাখায় ৭ দোকানদারকে ৪৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ঢাকার ডেমড়া ফেরত এক পরিবার হোম কোয়ারেন্টাইন না মানায় ১০০০ টাকা জরিমানা করে বাড়ি লকডাউন করা হয়েছে। নাগরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর এ জরিমানা করেন।
অন্যদিকে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলার অপরাধে টাঙ্গাইলের সখীপুরে সাত দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার বড়চওনা বাজারের ওইসব দোকানে তালা ঝুলিয়ে দেয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ