সদর উপজেলায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা
স্টাফ রিপোর্টারঃ
তথ্য কমিশনের সহায়তায় ও টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৮ নভেম্বর) উপজেলা পর্যায়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েেেছ।
সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন তথ্য কমিশনের পরিচালক ( প্রশাসন) মোঃ মুহিবুল হোসেইন ও সহকারী পরিচালক মোঃ সালাহ উদ্দিন।
কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও প্রতিনিধিরা অংশ নেন।