সখীপুর ও মির্জাপুরে বিএনপির ৭ জন গ্রেপ্তার

124

সখীপুর ও মির্জাপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুর ও মির্জাপুরে বিএনপির ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সখীপুরে বিস্ফোরক মামলায় উপজেলা যুবদলের সাবেক সভাপতিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ভোররাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন।




গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সখীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চু (৫০), উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য আলী আশরাফ (২৫) ও উপজেলার বেতুয়া গ্রামের বিএনপি সমর্থক জয়নাল আবেদীন (৩৫)।

পুলিশ জানিয়েছে, গত ৩০ নভেম্বর সখীপুর থানার এসআই মোহাম্মদ আলী বাদী হয়ে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় বিএনপির ৩৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল।




সখীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল বাসেত বলেন, এ নিয়ে দুই দফায় গায়েবি মামলায় সখীপুরে মোট ৭ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ পণ্ড করতেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম সাংবাদিকদের বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ভোরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে পাঁচদিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।




অপরদিকে মির্জাপুরে নাশকতা চেষ্টার অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মহেড়া ইউনিয়নের বলটিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে বিএনপি নেতা জাকির হোসেন (৫১), একই ইউনিয়নের ডুকলাহাটী গ্রামের শহীদ মিয়ার ছেলে ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আব্দুল রাব্বি (২২), গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের সমেজ উদ্দিনের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলী হোসেন (৪০) এবং গোড়াই আত্মরামপাড়ার গোলাম মোস্তফার ছেলে গ্ড়োাই ইউনিয়ন ছাত্রদল সভাপতি আশিকুজ্জামান (২৪)।




উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশে আমাদের দলের নেতাকর্মীদের যোগদান ঠেকাতে পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করছে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, মির্জাপুর থানার বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেলহাজাতে পাঠানো হয়েছে।

Comments are closed.

ব্রেকিং নিউজঃ