সখীপুরে ৮০ বস্তা ধানসহ উল্টে গেল মাহিদ্রা পিকআপ

0 146

সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে ৮০ বস্তা ধান বোঝাই একটি মাহিদ্রা পিকআপ উল্টে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ধান ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, ভালুকার বাটাজোড় থেকে কালিয়াকৈরের উদ্দেশ্যে শুক্রবার (১২ এপ্রিল) ছেড়ে আসা ৮০ বস্তা ধান বোঝাই মাহিদ্রা পিকআপটি বিকাল ৫টার দিকে সখীপুর উপজেলার সখীপুর-কচুয়া রোডে খাদ্যগুদাম এলাকা সংলগ্ন জলাশয়ের মতো ভাঙ্গা রাস্তা অতিক্রমের সময় উল্টে পড়ে যায়। এ সময় কিছু ধানের বস্তা পানিতে পরে নষ্ট হয়ে গেছে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ