সখীপুরে ২৯০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুরে ২৯০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার তক্তারচালা বাজার এলাকা থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সখীপুর উপজেলার তক্তারচালা বাজারের বৈশাখী হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান চালায়। এ সময় ময়মনসিংহের ফুলবাড়ীয়া এলাকার ডাঃ মোসলেম উদ্দিনের ছেলে ইমরুল ইসলাম (৩৮), গোপালগঞ্জের কাশিয়ানি বাগঝাপা এলাকার আবু বক্কর মৃধার ছেলে মাসুদ মৃধাকে (৩০) গ্রেফতার করে। এ সময় ২৯০ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন, ১টি সিম কার্ড এবং নগদ-৩১ হাজার টাকা উদ্ধার করে। আসামীরা সখীপুর উপজেলা ও আশপাশ এলাকায় মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছে । আসামীদের বিরুদ্ধে সখিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।