সখীপুরে ১৫ লাখ টাকার চায়না জাল ধ্বংস

148

সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে বৃহস্পতিবার (১৩ জুলাই) গভীর রাতে অভিযান চালিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার চায়না জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহেড়াতৈলের নকিল বিলে রাত দেড়টা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত অভিযান চলে। এ সময় প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যমানের পাঁচটি বেড়জাল জব্দ করা হয়।




পরে শুক্রবার (১৪ জুলাই) সকালে এসব জান পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ। এ সময় উপজেলা মৎস্য অফিসার সমীরণ কুমার সাহা উপস্থিত ছিলেন। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনজুরুল মোর্শেদ বলেন, প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যমানের বেড়াজাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।